৯ রানে ৩ উইকেট নেই উইন্ডিজের প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জুন ১৯, ২০২২ সময় সংবাদ রিপোর্টঃ অ্যান্টিগা টেস্ট জিততে হলে বাংলাদেশের দরকার ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেয়া লক্ষ্য টপকাতে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে টাইগাররা ২৪৫ রানে অল-আউট হয়ে লিড দেয় ৮৪ রানের।ব্যাট করতে নেমে ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটকে খালেদ আহমেদ ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ফেরান সাজঘরে। ব্যাক অব লেন্থের বলটা ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেট-রক্ষক নুরুল হাসান সোহানের হাতে। মাত্র ২ রান করে সাজঘরে ফিরতে হয় ক্যারিবীয় অধিনায়ককে।এক ওভার পর নিজের দ্বিতীয় ওভার করতে এসে আবারও খালেরদের আঘাত উইন্ডিজ শিবিরে। এবারও সেই সোহানের ক্যাচ। তিন নম্বরে ব্যাট করতে নামা রেয়মন রেইফারের গ্লাভসে লেগে বল চলের যায় উইকেট রক্ষকের হাতে।তৃতীয় উইকেটটাও নিয়েছেন খালেদ। এনক্রুমাহ বোনারকে রানের খাতা না খুলতে দিয়েই সাজঘরে ফিরিয়েছেন বোল্ড করে।তউইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৯ রান। জিততে হলে লাগে আরো ৭৫ রান। অপরাজিত রয়েছেন ৬ রানে জন ক্যাম্পবেল ও জার্মেইন ব্ল্যাকউড। SHARES খেলাধুলা বিষয়: