২০ হাজার আফগানকে আশ্রয় দেবে যুক্তরাজ্য প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২১ সময় সংবাদ রিপোর্টঃ ২০ হাজার আফগান নাগরিককে আশ্রয় দেয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার বরিস জনসন প্রশাসন এই প্রতিশ্রুতি দেয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আগামী বছরগুলোতে প্রায় ২০ হাজার আফগান নাগরিককে দেশটিতে বসবাসের অনুমতি দেয়া হবে। প্রথম বছর ৫ হাজার আফগান যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া ৫ হাজার আফগান দোভাষী ও যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদেরও দেশটিতে বসবাসের অনুমতি দেয়া হবে। ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। নতুন এই প্রকল্পের আওতায় নারী, শিশু ও যাদের বেশি প্রয়োজন তাদের অগ্রাধিকার দেয়ার কথা জানায় দেশটি। SHARES আন্তর্জাতিক বিষয়: