হাসপাতালে ভর্তি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

Faisal Faisal

Ahmed

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

নয়াদেশ বিনোদন ডেস্ক।।  আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে। রোববার দিবাগত মধ্য রাতে প্রবল শ্বাসকষ্ট শুরু হলে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় এই সুর সম্রাজ্ঞীকে। এখন পর্যন্ত অবস্থার পরিবর্তন হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, মাঝরাত দুটো নাগাদ প্রবল শ্বাসকষ্ট নিয়ে লতা মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। তবে শেষ খবর অনুযায়ী, লতা মঙ্গেশকরের অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। মাঝরাত থেকেই চিকিতসকরা তাঁর দেখভাল শুরু করেছেন।
আগামী নভেম্বর ৯১ বছরে পা রাখবেন লতা। এক হাজারেরও বেশি হিন্দি সিনেমার গান গেয়েছেন তিনি। হিন্দির পাশাপাশি বাংলাসহ বেশ কয়েকটি আঞ্চলিক ভাষাতেও লতা মঙ্গেশকর গান গেয়েছেন। ২০০১ সালে ভারতরতœ সম্মান পান লতা মঙ্গেশকর।