সীতাকুণ্ডে পেট্রলবোমায় ছাত্র-যুবলীগের ৩ কর্মী দগ্ধ

Faisal Faisal

Ahmed

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ হয়েছে। এ সময় পেট্রোল বোমা হামলায় ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী দগ্ধ হন। বিএনপির মিছিল থেকে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। উভয় পক্ষের ১০ জন আহত। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের পশ্চিমপাশে জাহানাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ তিনজনসহ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের পশ্চিমপাশে জাহানাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ তিনজন হলেন শেখ রাসেল স্মৃতি সংসদ-২ এর সাধারণ সম্পাদক মো. রায়হান, যুবলীগ কর্মী তৈয়ব আলী, ছাত্রলীগ কর্মী সাদ্দাম হোসেন। এ ছাড়া লাঠি পেটায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উ শহীদুল ইসলাম শাহেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ছালেক ও অজ্ঞাতনামা এক কর্মী। এ সময় ভাটিয়ারী ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম, রবিউল হোসেনসহ চার কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।