সিদ্ধান্ত যাই হোক সাকিবের পাশেই থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Faisal Faisal

Ahmed

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

জ্যেষ্ঠ প্রতিবেদক।।   সাকিব আল হাসানের বিরুদ্ধে ইন্টালন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে সিদ্ধান্তই নিক না কেন, দেশের ক্রিকেটারের পাশেই থাকার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসির নিষেধাজ্ঞার বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে তার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আইসিসি কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটা আমরা এখনও জানিনা। আর সেখানে হস্তক্ষেপেরও সুযোগ নেই। তবে, যদি কোনো কঠোর সিদ্ধান্ত আসে বা না আসে যেটাই হোক আমরা অবশ্যই আমাদের খেলোয়াড় সাকিবের পাশেই থাকবো। তাকে কিভাবে রক্ষা করা যায় সে চেষ্টা করবো। বিষয়টি খবরে আসার পর বিষয়টি আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি এবং কি করে সুষ্ঠভাবে সমাধান করা যায় সে বিষয়টিও দেখিছি।