সরকারকে সরানোই এখন বিএনপি’র মূল কাজ – মির্জা ফখরুল

Faisal Faisal

Ahmed

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

শহর প্রতিবেদক।।
গেল নির্বাচনকে রাতের নির্বাচন আখ্যায়িত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বিএনপি’র মূল কাজ এই সরকারকে সরানো। এজন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত‘ফেনী নদীর পানি চুক্তি, বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ সরকারকে সরাতে হলে সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সব মানুষকে এক করে সরাতে হবে। এ সময় তিনি আবারও অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নতুন নির্বাচনের দাবি জানান। আর এ সরকারকে সরাতে পারলেই জনগণের গণতান্ত্রিক সরকার হবে।
বর্তমানে জাতীয় সংসদে কোন বিষয় নিয়ে আলোচনা না করে সরকার নিজেদের মতো করে এক তরফাভাবে সিন্ধান্ত নেয় এমন অভিযোগ করে বিএনপি’র মহাসচিব বলেন, ফেনী নদীর পানি চুক্তির বিষয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। অথচ, সংবিধানে বলা আছে যেকোনো চুক্তি নিয়ে সংসদে আলোচনা হতে হবে। ফেনী নদী বাংলাদেশের নদী এ তথ্য জানিয়ে মির্জা ফখরুল বলেন, এটি অভিন্ন নদী নয়। আমাদের প্রধানমন্ত্রী বলছেন খাবার পানি চাইলে কি পানি দেব না ? ভালো কথা পানি দেবেন। কিন্তু আমাদের যে লাখ লাখ মানুষ তিস্তার অববাহিকায় নিঃস্ব হয়ে যাচ্ছে। তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জীবন-জীবিকা নষ্ট হচ্ছে। সে বিষয় নিয়ে আপনারা কথা বলবেন না? এ সময় ১২ বছরেও তিস্তার এক ফোটা পানি না আনতে পারারও সমালোচনা করেন ফখরুল।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কখনও ভারত বিরোধিতা করিনি। ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নাই। সমস্যা হলো আজকে এমন একটা সরকার যারা আমাদের সমস্যাগুলো নিয়ে ভারতের সাথে কথা বলতে পারে না। বার্গেনিং করতে পারে না। সেই শক্তিটা তাদের নেই।