শাহজালাল-শাহ আমানতে বিমান উঠানামা বন্ধ Faisal Faisal Ahmed প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯ নয়াদেশ রিপোর্ট॥ ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রাখা হয়েছে। দু’টি বিমানবন্দরের দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে আসলে বিমান ওঠানামা স্বাভাবিক হবে। জানা যায়, ঘন কুয়াশার কারণে শনিবার সকাল থেকে দুটি বিমানবন্দরে সব ফ্লাইট ওঠা নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোদ উঠলে এবং কুয়াশা কমলে ওঠানামা স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই আলম গণমাধ্যমকে জানান, ঘন কুয়াশার কারণে ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে বিমান ওঠানামা স্বাভাবিক হবে। SHARES জাতীয় বিষয়: