রাজাপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান, আহত ৫।

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩

সময় সংবাদ রিপোর্টঃ  ঝালকাঠির রাজাপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। আগুন নেভার সময় আহত হয়েছেন ৫ জন। তবে কীভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আজ বুধবার ভোররাতে উপজেলার নৈকাঠি বাজারের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার নৈকাঠি বাজার এলাকায় কবিরের চায়ের দোকানে আগুন জ্বলতে দেখেন নৈশপ্রহরীরা। তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

তবে আগুন নিয়ন্ত্রণের আগেই কবির খানের চায়ের দোকান, বাদলের কনফেকশনারি, শরিফুল ইসলামের ওয়ার্কশপ, নুরুজ্জামানের হোটেল, মোস্তফার হোটেল, প্রবীরের মুদির দোকান পুড়ে যায়। উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক বলেন, কেউ বলছে মশার কয়েল বা চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবার কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিন্তু আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তিনি জানান, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ৬ টি দোকান পুড়ে গেছে।

মেহেদী হাসান রাজাপুর প্রতিনিধি।