রাজশাহীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলছাত্র গ্রেফতার

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১
প্রতীকী ছবি

সময় সংবাদ রিপোর্টঃ রাজশাহীতে শিশু (৫) ধর্ষণের চেষ্টায় স্কুলছাত্রকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকাল তিনটার দিকে রাজশাহী নগরীর ডাশমারী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, ওই এলাকায় বিকাল তিনটার দিকে এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। পরে শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত স্কুলছাত্রকে পুলিশ গ্রেফতার করে।ওসি আরও জানান, অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র। এছাড়া ওই শিশুকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

m/p…