রাজধানীতে বস্তা বন্দি শিশুর মরদেহ উদ্ধার

Faisal Faisal

Ahmed

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

শহর প্রতিবেদক।।   রাজধানীতে সানি নামে আনুমানিক ছয় বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পল্টন থানার অলিম্পিক ভবনের পাশের মোড় থেকে রোববার (১০ নভেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর সেখানে ফেলে দেয়া হয়েছে। এ বিষয়ে পল্টন থানায় ইউডি মামলা হয়েছে।
পল্টন থানা পুলিশ সূত্রে জানাযায়, শনিবার রাত আনুমানিক ১০টা থেকে শিশুটির পরিবার তাকে খুঁজে না পেয়ে তারা আমাদের খবর দেয়। পরে রোবরার রাতে প্লাস্টিকের একটি বস্তার ভেতর তোশকে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহটি পাওয়া যায়। শিশুটির মাথার ডান পাশে কানের পাশে কাছে কিছুটা জখম (থেঁতলানোর আঘাত) ও গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে।
শিশুটির বাবার নাম সাগর শেখ ও মা ঝর্ণা বেগম গুলিস্তান এলাকায় বসবাস করেন।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।