বিসিবি সভাপতির সাথে বৈঠক; বেড়েছে ম্যাচ ফি

Faisal Faisal

Ahmed

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

নয়াদেশ স্পোর্টস রিপোর্ট॥   মোটামুটি ২/১ দিন আগ থেকেই বাতাসে উড়ছিল গুঞ্জন যে, ভারত সফরে যেতে চান না সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটার। যদিও একটি জাতীয় দৈনিকের কাছে এমনটাই দাবি করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাছাড়া, নানা ইস্যুতে সাকিবদের সাথে বোর্ডের দূরত্বও বেড়েছে আন্দোলনের পর থেকে।
এদিকে, হঠাৎ করেই বিসিবি’র তিন গুরুত্বপূর্ণ কর্তা সভাপতি নাজমুল হাসান পাপন, মাহবুব আনাম এবং জালাল ইউনুস বিকেলে পৌঁছেন মিরপুরের বিসিবি কার্যালয়ে। এসেই বোর্ড কর্মকর্তাদের সাথে বৈঠক ডাকার আগে ডাকেন বেশ কয়েকজন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের।
সেখানে সাকিব আল হাসান ইস্যুতে তাদের এক বৈঠক হওয়ার কথা। বিসিবি যেভাবেই হোক সাকিব আল হাসানকে বুঝিয়ে ভারত সফরে যেতে রাজি করাবে। ধারণা করা হচ্ছে, এরপরই হয়তো সাকিবের বিষয়ে বৈঠক করবেন বিসিবি কর্মকর্তারা।
এদিকে, জাতীয় ক্রিকেট লিগের খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার এই ম্যাচ ফি বাড়ানো হয়। এই বর্ধিত ম্যাচ ফি অনুযায়ী, প্রথম স্তরে খেলা ক্রিকেটাররা পূর্ব নির্ধারিত ৩৫ হাজার টাকার পরিবর্তে পাবেন ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় স্তরে খেলা ক্রিকেটাররা ২৫ হাজারের পরিবর্তে পাবেন ৫০ হাজার টাকা।