বালিয়াকান্দিতে ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Faisal Faisal

Ahmed

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৪৮তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রিষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম
আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার প্রমূখ।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রনজিৎ পাল সাধারন সম্পাদক মোঃ শাহাজাহান মিঞা, বালিয়াকান্দি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম, পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্যাসহ বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।