প্রধানমন্ত্রীকে নিয়ে গান গেয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী নাজনীন হাসান Faisal Faisal Ahmed প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯ নয়াদেশ রিপোর্ট॥ ‘বিশ্বব্যাপী উঠেছে আওয়াজ শুনতে লাগছে বেশ, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গড়ছে বাংলাদেশ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে গানটি গেয়ে দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন এসময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী মুহসিনা নাজনীন হাসান। গানটিতে সুর করেছন শিল্পী নিজেই। গানটি লিখেছেন কবি একিউএম আবু জাফর। গানটি ইতোমধ্যে ইউটিইউব, ফেইজবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এবং প্রশংসিত হচ্ছেন। উদিয়মান জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজনীন হাসান গানটিতে সরকারের উন্নয়নমূলক সকল কর্মকান্ড এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সে সকল চিত্র তুলে ধরা হয়েছে। বাবা সরকারী কর্মকর্তা মীর মোশাররফ হোসেন এবং মা বেগম সুফিয়া হোসেনের ঘরে ১৭ ডিসেম্বর পাবনা জেলার ঈশ্বরদীতে জন্ম নেয় এই সময়ের দেশের সেরা উদিয়মান জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজনীন হাসান। ছোটবেলা থেকেই গান শুনতে শুনতে গানের প্রতি এক প্রকার তীব্র আগ্রহ জন্মে দেশ সেরা কিংবদন্তি শিল্পীদের গান শুনে এসেছেন ছোটবেলা থেকেই। যে কারণে গানের প্রতি আগ্রহ তৈরি হয় নাজনীনের। বাবা মা কেউ গানের মানুষ নন। তবে গান পছন্দ করতেন দুজনই। সঙ্গীতের প্রতি নাজনীন আগ্রহ দেখে মা বেগম সুফিয়া হোসেন মেয়েকে সঙ্গীতে কোন বাঁধা প্রদান করেনি। তখন থেকেই গান শেখা শুরু করেন নাজনীন। উদিয়মান জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজনীন হাসান ধীরে ধীরে গানের সব শাখায় পদার্পণ করেন নাজনীন হাসান। স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি নিয়মিত অংশগ্রহণ করতে থাকেন বিভিন্ন সঙ্গীতায়জনে। ছোটবেলাতেই নাজনীন হাসান নিজেই সঙ্গীতে নিজের অপার সম্ভাবনার পথ উন্মোচন করেন। পরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কারের ঝুলিতে জমা করেন নাজনীন। সেখানেও নিজের যোগ্যতার প্রমাণ দেন নাজনীন। মানবিক বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি প্রথম বিভাগ, ইকোনোমিকে অনার্স এবং মাস্টার্স করে একটি বেসরকারী ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন এই প্রতিভান সঙ্গীতশিল্পী। বড়বোন কন্ঠশিল্পী মনিরা আহমেদের সাথে উদিয়মান শিল্পী নাজনীন হাসান তার বড় বোন মনিরা আহমেদ একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। বড় বোন ক্যালিফোনিয়া একটি ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে চাকুরী করছেন। দেশে থাকা অবস্থায় বড়বোন কন্ঠশিল্পী মনিরা আহমেদের উৎসাহে এবং অনুপ্রেরনায় সঙ্গীত জগতে প্রবেশ করে তার কাছে গানের শিক্ষা নেন। তারপর ২০০৭ সালে পারিবারিক ভাবে একটি বেসরকারী গ্রুপ অব কোম্পানীর সিলেট বিভাগের প্রধান শরিফ হাসানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর চলেযান স্বামীর কর্মস্থল সিলেটে। সেখানে গিয়ে স্বামী শরীফ হাসানের উৎসাহে বাংলাদেশ বেতারে সিলেটের উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ওস্তাদ বিপ্র দাস ভট্টাচার্যের কাছে প্রায় ৩ বছর ক্যাসিক ও আধুনিক গানের দীক্ষা নেন। এরপর স্বামী শরীফ হাসানের সার্বিক সহযোগীতা এবং অনুপ্রেরনা থেকেই দেশের সঙ্গীতাঙ্গনে গান করে নিজের প্রতিভার সাক্ষর রেখেই চলেছেন এসময়ের উদিয়মান শিল্পী নাজনীন হাসান। বহু প্রতিভার অধিকারী নাজনীন দেশের সঙ্গীতাঙ্গনে গান ছাড়াও বিভিন্ন টিভি চ্যানেল, অনলাইন মিডিয়া, পেইজবুক এবং ইউটিইউবে অনুষ্ঠান উপস্থাপনা করেন। বহু প্রতিবার অধিকারী উচ্চ শিক্ষিত কন্ঠ শিল্পী নাজনীন হাসান সঙ্গীত, উপস্থাপনা, স্বামীর সংসার ও সন্তানের দায়িত্ব সমানভাবে চালিয়ে যাচ্ছেন। নাজনীন ও শরীফ হাসান দম্পতির এক সন্তান রয়েছে। SHARES ফিচার বিষয়: