বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালস’র পদত্যাগ Faisal Faisal Ahmed প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯ নয়াদেশ আন্তর্জাতিক ডেস্ক।। অবশেষে টানা বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালস। রোববার দেশটির সরকারী টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। ইভো বলেন, আমি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছি। ইগোর পদত্যাগের পরেই ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া লিনেরা এবং সিনেট প্রেসিডেন্ট আদ্রিয়ানা সালভাতিয়েরাও পদত্যাগ করেন। প্রেসিডেন্ট ইভো মোরালস’র পদত্যাগের ঘোষণার পর প্রায় ৩ সপ্তাহ ধরে চলা বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আনন্দ মিছিল করে। তারা উল্লাস করে লা-পাজ শহরে চলাচলকারী লোকজনকে লাল, হলুদ এবং সবুজের মিশ্রণে তৈরি বলিভিয়ার পতাকা হাতে উল্লাস করে। এদিকে, দেশটির সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেসা তার প্রতিক্রিয়ায় জানান, বলিভিয়া বিশ্বকে একটি শিক্ষা দিয়েছে। এখন থেকে বলিভিয়া হবে একটি নতুন দেশ। অপরদিকে, বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালসকে মেক্সিকো আশ্রয় দিবে বলে জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড। প্রেসিডেন্ট ইভো মোরালস’র পদত্যাগের ঘোষণার পরপরই এক টুইট বার্তায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এ কথা প্রকাশ করেন। তিনি আরও বলেন, বলিভিয়ার লা পাজ শহরে অবস্থিত মেক্সিকো দূতাবাস থেকে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরেই বলিভিয়ার প্রেসিডেন্টকে আশ্রয় দেয়ার প্রস্তাব করা হয়। উল্লেখ্য, গত ২০ অক্টোবর বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে সুস্পষ্ট কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনের ফলাফল বাতিল করার আহ্বান জানায়। এ অভিযোগ ওঠার পর থেকেই গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। SHARES আন্তর্জাতিক বিষয়: