পাঁচ বেলা খাব । ওমর ফারুক

Faisal Faisal

Ahmed

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

পাঁচ বেলা খাব

ওমর ফারুক

দুপুর বেলা খাবার খেয়ে

বিশ্রাম নিতে যাব

বিকেল শেষে সন্ধ্যা হলে

নাস্তা পানি খাব।

রাতের খাবার খাওয়া শেষে

যাব ঘুমের দেশে

ভোর সকালে ভোরে ভোরে

উঠবো বীরের বেশে।

সকাল বেলায় খাবার খাব

আগ দুপুরেও ঠিক

তখন আমার দেহ খানা

করবে ঝিক মিক।

(সূর্যি পাখির ছড়া, পৃষ্ঠা-৫)