নগরীর বিজয় নগর এলাকায় ১৫ তলা ভবনে আগুন

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২২
পুরোনো ছবি

সময় সংবাদ রিপোর্ট : নগরীর বিজয় নগর এলাকায় ১৫ তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আকরাম টাওয়ারের ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।