দেশে মাঙ্কিপক্স সন্দেহে তুর্কি নাগরিক হাসপাতালে

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুন ৭, ২০২২

সময় সংবাদ রিপোর্ট : মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে এক তুর্কি নাগরিককে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিমানবন্দরের হেলথ ডেস্কের প্রধান ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুপুর ২টার দিকে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ব্যক্তি ঢাকায় পৌঁছান। ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স আক্রান্ত বলে তাকে সন্দেহ করেন বিমানবন্দরের কর্মকর্তারা।

ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ওই ব্যক্তিকে প্রথমে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়।

তবে কী ধরনের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

প্রসঙ্গত, সম্প্রতি আফ্রিকার পশ্চিমা ও মধ্যাঞ্চলে মাঙ্কিপক্সে আক্রান্ত হাজারো রোগী শনাক্ত হয়েছে। এবার ইউরোপেও শনাক্ত হয়েছে এই ভাইরাস।