দুর্নীতি মামলায় ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ Faisal Faisal Ahmed প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯ নয়াদেশ রিপোর্ট।। বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ অক্টোবর) আদালত দুর্নীতি মামলায় তার এই সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুদকের পক্ষ থেকে সংস্থাটির জনসংযোগ বিভাগ ক্রোকের বিষয়টি নিশ্চিত করে। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ফালুর মালিকানাধীন রোজা প্রোপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার। রাকীন ডেভেলপমেন্ট কোম্পানির শতকরা ২০ ভাগ শেয়ার (২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি) রোজা এন্টারটেইনমেন্ট এফজেডই’র ২০ লাখ টাকার শেয়ার, রোজা ইনভেস্টমেন্ট এলএলসির ২৯ লাখ ৪০ লাখ টাকার শেয়ার, আইএফআইসি ব্যাংকের কারওয়ানবাজার শাখায় রোজা প্রোপার্টিজের ব্যাংক হিসাব এবং ৫০ কোটি টাকা মূল্যের কাকরাইলের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট। SHARES আইন আদালত বিষয়: