গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলা

Faisal Faisal

Ahmed

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

নয়াদেশ আন্তর্জাতিক ডেস্ক।।   রাখাইন প্রদেশে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মামলা করেছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালত ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস’-এ (আইসিজে) মামলাটি হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) আইসিজে ট্রাইব্যুনালের বরাত দিয়ে এমন তথ্যই প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এই মামলার গণশুনানি ১০-১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলেও সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়।
এর আগে গত ১১ নভেম্বর দেশটির বিচারমন্ত্রী আবু বকর তামবাদুর বরাতে মামলা দায়েরের তথ্য জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম। যেখানে বলা হয়, আন্তর্জাতিক আদালতে ৪৬ পৃষ্ঠার এক অভিযোগপত্রে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও উচ্ছেদের অভিযোগ আনে গাম্বিয়া। উল্লেখ করা হয়, ২০১৬ সালের অক্টোবরে রোহিঙ্গা ‘নির্মূলে’ এক অভিযান চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। এ অভিযানে তারা রোহিঙ্গা হত্যা, ধর্ষণসহ বিভিন্ন যৌন নিপীড়ন চালায়। পাশাপাশি রোহিঙ্গাদের বাড়িতে আটকে রেখে পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়।