গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখ ঘোষণা প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সময় সংবাদ রিপোর্ট: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে গণটিকার দ্বিতীয় ডোজ আগামী ২৮ মার্চ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৭ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।আর এই টিকাকার্যক্রম আগামী ৩০ মার্চ পর্যন্ত চলবে বলে জানান তিনি।দেশে টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত এক ডোজ টিকা দেওয়া হয়েছে ১২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৯৯৬ জন মানুষকে। এর মধ্যে ১২-১৭ বছর বয়সীদের প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৭০ লাখ ২৭ হাজার ৬১৭ জনকে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, সারাদেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ২১৮ জনকে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকা। জনসন অ্যান্ড জনসনের টিকা শুধু ভাসমান মানুষদের দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৮৭ হাজার ৬৯৫ জন ভাসমান মানুষকে এই টিকা দেওয়া হয়েছে।গত বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়। SHARES জাতীয় বিষয়: