খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১

সময় সংবাদ রিপোর্টঃরাজধানীর খিলগাঁও বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় শিহাব উদ্দিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

জানা গেছে, শিহাবের গ্রামের বাড়ি জামালপুর। তিনি একটি প্রতিষ্ঠানে বাবুর্চির কাজ করতেন। ভোরে তিনি প্রতিষ্ঠানের জন্য বাজারে যাওয়ার পথে ঘটনার শিকার হন।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক এসআই রিয়াজ জানান, আমরা সংবাদ পেয়েছি, খিলগাঁও বাগিচা এলাকায় ট্রেনের সাথে এক ব্যক্তি আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে আমাদের অফিসার পাঠিয়েছি।