খিলক্ষেতে সড়ক ডিভাইডার ভেঙে মাইক্রোর ওপর উঠে গেল বাস

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১
ছবি : সংগৃহীত

সময় সংবাদ রিপোর্টঃ রাজধানীর খিলক্ষেত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা মাইক্রোবাসের ওপর উঠে গেছে এনা পরিবহনের একটি বাস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে হোটেল লা মেরিডিয়ানের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী সাব্বির আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।বাস ও মাইক্রোবাস সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।