কক্সবাজারে গুলিবিদ্ধ শ্রমিকলীগ নেতার মৃত্যু, সড়ক অবরোধ

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২১

সময় সংবাদ রিপোর্টঃকক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে আহত জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার মারা গেছেন। রোববার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে কক্সবাজার শহরের প্রবেশ মুখ লিংক রোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী হয়েছেন জহিরুল ইসলামের ছোট ভাই কুদরত উল্লাহ সিকদার। গত শুক্রবার রাত ১০টার দিকে লিংক রোড এলাকায় কুদরতের অফিসে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হন দুই ভাই।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জহিরুল ইসলাম।

জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সফিউল্লাহ আনসারী এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। তারা বার বার কুদরত উল্লাহর নির্বাচনী সভায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস।