ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানো যাবে ফেসবুক-মেসেঞ্জারে প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২১ সময় সংবাদ রিপোর্টঃ জরুরি প্রয়োজনে ইন্টারনেট ছাড়াই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বার্তা পাঠাতে নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো। আজ মঙ্গলবার বেলা ১২টায় বিটিআরসির সম্মেলন কক্ষে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধু টেক্সটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। জানা গেছে, অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মো. খলিলুর রহমান উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। m/p SHARES জাতীয় বিষয়: