আবদুল গাফফার চৌধুরীর দাফন সম্পন্ন
বরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট ও একুশের অমর গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার লাশ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বেলা ৩টা ১০মিনিটে শহীদ মিনার থেকে শ্রদ্ধা নিবেদন শেষে আবদুল গাফ্ফার চৌধুরীর লাশ ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেয়া হয়। এরপর বেলা ৩টা ২২মিনিটে সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর বিকেল ৪টায় গাফ্ফার চৌধুরীর লাশ নেয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে ৪টা ৭মিনিটে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এদিন বেলা ১১টা ৫মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ বহনকারী বিমান পৌঁছায়। সেখানে সরকারের পক্ষ থেকে লাশ গ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ঢাকায় জানাজাসহ আনুষ্ঠানিকতা শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তার লাশ দাফন করা হয়।
গত ১৯ মে ভোর ৬টা ৪০মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল গাফ্ফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।