আজ শাহরুখ খানের জন্ম দিন Faisal Faisal Ahmed প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯ নয়াদেশ বিনোদন ডেস্ক।। আজ ২ নভেম্বর, শনিবার। ৫৩ শেষে ৫৪ বর্ষে পা রাখলেন বলিউড কিং শাহরুখ খান। শুধু প্রিয় তারকার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায়ই নয়, সহকর্মী থেকে ভক্তরাও স্বশরীরে হাজির শুক্রবার রাত ১২টার কিছু আগেই। কিং খানের মন্নতের সামনে যেন আর তিল ধারণের ঠাঁই নেই। এদিকে,রাত যতই বেড়েছে ভক্তরা শুভেচ্ছা জানাতেও ভিড় ততই বাড়িয়েছে। শেষ পর্যন্ত মন্নত-এর সামনেই কেক কেটে শাহরুখের জন্মদিন সেলিব্রেট করছেন অনুরাগীরা ভক্তরা। জনপ্রিয়তার নিরিখে তিনি যে হলিউড থেকে বলিউড যে কোনও তারকাকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, তা জন্মদিনে মন্নতের সামনের দৃশ্যই প্রমাণ করেছে। তবে শাহরুখ শুধু বলিউড বাদশাই নন, পশ্চিম বাংলার সাথেও শাহরুখের রয়েছে একটা বিশেষ সম্পর্ক। রাজ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসডর’ তিনি। তাই জন্মদিনে শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শাহরুখকে চার্মিং ব্রাদার বলেও উল্লেখ করেছেন। SHARES বিনোদন বিষয়: