আওয়ামী লীগ দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চলছে – ফখরুল

Faisal Faisal

Ahmed

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯

শহর প্রতিবেদক।।   আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাঁরা দেশের মানুষের অধিকার হরণ করেছে। গণতন্ত্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। সর্বপরি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করছেন। বুধবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে রাজধানীর শেরে বাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, স্বাধীনতার যে চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, যে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, সেই স্বৈরাচারকে সাথে নিয়ে তাঁরা সরকার গঠন করে ভোট ডাকাতি করে তাঁদেরকে নিয়েই সংসদে গেছেন। তাঁদেরই মহাসচিব কয়েকদিন আগে গণতন্ত্রকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আক্রমণ করেছেন। তিনি আমাদের প্রিয় নূর হোসেন, যিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক ছিলেন, তাঁর বিরুদ্ধে কথা বলেছেন, যা সম্পূর্ণভাবে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
এ সময় তিনি আবাও দৃঢ়ভাবে বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন চলছে এবং এই আন্দোলন আরও বেগবান হবে।